BLANTERSWIFT101

বই : প্রোডাক্টিভ রামাদান সংকলন , সম্পাদনা : মওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ অনুবাদক : মওয়াহহিদ মুহাম্মাদ , মুহাম্মাদ নাফিস নাওয়ার , নাফিসা কবীর , সামী মিয়াদাদ চৌধুরী , মাসউদ রহমান , তানজিনা তাসনীম ।

Wednesday, 31 March 2021


📚 এক নজরে বইটি 📚 : 

       _____________

     📖 বই : প্রোডাক্টিভ রামাদান 

      🖊️ মুহাম্মাদ ফারিস , আলি হাম্মুদ প্রমুখ 

     🖊️সংকলন , সম্পাদনা : মওয়াহহিদ মুহাম্মাদ আবদুল্লাহ 

     🖊️ অনুবাদক : মওয়াহহিদ মুহাম্মাদ , মুহাম্মাদ নাফিস নাওয়ার , নাফিসা কবীর , সামী মিয়াদাদ চৌধুরী , মাসউদ রহমান , তানজিনা তাসনীম । 

   📚 পৃষ্ঠা সংখ্যা : ১৯৬ 

   📚মুদ্রিত মূল্য : ২৪০ টাকা 

   📚 প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২১ 

   📚 প্রকাশনী : মাকতাবাতুল আসলাফ প্রকাশন ।


 প্রারম্ভিক কথন : 

       ______________

       ইসলামের মূল স্তম্ভ বা খুঁটি গুলোর  মধ্যে সিয়াম ( রোজা ) অন্যতম । সিয়াম সাধনার মাসকেই বলা হয় রামাদান । প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলিম , নর - নারীর উপর আল্লাহ রামাদানের এক মাস ত্রিশ টি সিয়াম ( রোজা ) ফরয ইবাদত করেছেন । আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর এই রামাদান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন । তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও নেকী লাভের সুববর্ন সুযোগ করে দিয়েছেন আল্লাহ এই রামাদান মাসকে । এই রামাদান এই গুনাহ্ গার বান্দা আল্লাহর প্রিয় পাত্রে পরিনত হতে পারে ঈমান , আমল, তাকওয়া , নেকী অর্জন , গুনাহ্ ও পাপ কাজ বর্জনের  মাধ্যমে সারা বছর সেই অর্জিত তাকওয়া অবলম্বন করে । আল্লাহ তাআলা রামাদানের সিয়াম গুলোর পুরস্কার সয়ং দিবেন । জান্নাতের একটি আলাদা দরজা থাকবে যে দরজা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করতে পারবে ( সুবহানাল্লাহ )। রামাদানের দিনগুলোতে আল্লাহ তায়ালা সকল আমল , ইবাদতের নেকী বহুগুণ বাড়িয়ে দেন । তাই মুসলিমদের জন্য রামাদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম । তার জন্যে আমাদের অবশ্য কর্তব্য হলো রামাদান কে ঈমান - আমলে মনোযোগী হওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা । এমন টা কেবল তখনি সম্বভ যখন রামাদানকে নিজেদের আমলের দিক দিয়ে প্রোডাকটিভ রাখতে পারবো টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে । আল্লাহ তাআলা আমাদের আসন্ন রামাদানের সিয়াম পালন সহ অন্যান্য সকল সুন্নাত , ওয়াজিব , নফল ইবাদত গুলো করার তৌফিক দান করুন । আমীন । 

🍁  লেখক পরিচিতি : 

      _______________

    ' প্রোডাক্টিভ রামাদান ' বইটির লেখক বৃন্দ হলেন : 

১. মুহাম্মাদ ফারিস , 

২.আল হাম্মুদা

৩. আমিন খান , 

৪.  করিম এলসাইড ,

৫. ড. আয়িশাহ মুহাম্মাদ , 

৬. রুকাইয়া ডেভিডস , 

৭. জারা চৌধুরী ,

৮. ড. উসমান আদম ,

৯. নাদিম কামাল , ও

১০. মারিয়া নাসির । 

সম্মানিত লেখক বৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রম ও সকলের মেলবন্ধনের এক বৃহৎ সমাবেশ ঘটিয়েছেন বইটিতে । পাঠকেরা বইটি পাঠ করে তাদের কাঙ্ক্ষিত জ্ঞান পিপাসা মিটাতে পারবেন ইন শা আল্লাহ । তাই দেরি না করে আগামী রামাদান চলে আসার আগেই বইটি পড়তে হলে নিজের সংগ্রহে নিয়ে আসতে হবে ।  

🍁  বইটিতে যা যা করতে থাকছে : 

       _________________________

                                         একনজরে সূচিপত্র ;

🔖 স্বপ্ন ভঙ্গের কারণ .......

🔖 রামাদানের প্রস্তুতি ..........

🔖 রামাদানের লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার ১০ টি মুলকারণ ...........

🔖  রামাদানের নির্ধারণ ...............

🔖 যেভাবে রামাদান সাফল্যমণ্ডিত করবেন ..........

🔖 একটি সফল রামাদান পরিকল্পনা ..........

🔖 রামাদানে হারিয়ে যাওয়া সুন্নাহ ........

🔖 রামাদানে যেভাবে কুরআন পড়বেন ..........

🔖 সফলতার পঞ্চতত্ত্ব...............

🔖 রামাদানে কখন কি দুআ করবেন .........

🔖 রামাদানে ফিটনেস ধরে রাখার উপায় ........

🔖 রামাদানের একটি আদর্শ রুটিন ........

🔖 রামাদানের খাদ্যাভ্যাস ............

🔖 রামাদানে যেভাবে একাডেমিক পরীক্ষার প্রস্তুতি নিবেন ........

🔖 রামাদানের মুহাসাবা ............

🔖  রামাদানের পরেও সুস্থ্য থাকার উপায় ..........

..........................

...................................

সর্বমোট  ১৮ টি প্রবন্ধ রয়েছে বইটিতে  সব গুলো লিখলাম না । সূচিপত্র দেখেই বুঝতে পারছেন বইটিতে একজন পাঠক কোন কোন বিষ়গুলো পাবেন । সব গুলো বিষয়ের চমৎকার আলোচনা রয়েছে বইটিতে । সম্পূর্ণ বইটি পড়তে অবশ্যই বইটি সংগ্রহ করুন ।

📚 বই কথন  📚 : 

      __________

    "  রামাদান মাস , এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন সত্যাসত্য এর পার্থক্যকারী রূপে।"  ( সূরা,আল - বাকারা : ১৮৫ ) 

 এই আয়াতটা পুরো কুরআনের উদ্দেশ্য কে দুটো শব্দের ভেতর নিয়ে এসেছে ; প্রমান বা নিদর্শন আর হিদায়াত । 

যখন প্রশ্ন আসে কিভাবে রামাদানে আমরা কুরআনের সাথে পথ চলবো ; তখন ৩ টি বিষয়ের উপর মনোযোগ দিয়া উচিত : 

১. তিলাওয়াত ,

২. হিফয ও 

৩. কুরআনের উপর চিন্তা ভাবনা ও আমল ।

"কান্তির পরও সুখ থাকে , কষ্টের পরও স্বস্তি থাকে ; যদি সেই ক্লান্তি আর কষ্ট আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে ।"

বই থেকে একটা অংশ তুলে ধরলাম , সম্পূর্ণ বইটিতে পাঠক এমন সব আলোচনা পাবেন । ইন শা আল্লাহ ।

🍁 প্রিভিউ কথন : 

      ____________

     ' প্রোডাক্টিভ রামাদান ' ---- বইটিতে লেখকবৃন্দ অত্যন্ত সুন্দর ও চমৎকার ভাবে তুলে ধরেছেন কিভাবে রামাদান মাস ও তার পরবর্তী দিনগুলোতে আল্লাহর ইবাদত অব্যাহত রাখা যায়। বইটিতে পাঠকবৃন্দ রামাদানের কার্যকরী দিক নির্দেশনা পাবেন , কিভাবে আমলে মনোযোগী হওয়া যায়  সেসকল বিষয় আলোকপাত করা হয়েছে প্রয়োজনীয় বিষয় গুলো গাইডলাইন হিসাবে এসেছে বইয়ে । তাই রামাদানের সেই ফযীলতপূর্ণ দিনগুলি যেনো আমরা সঠিকভাবে অতিবাহিত করতে পারি , সময়ের সঠিক ব্যবহার করতে পারি , ইবাদতে মনোযোগী হতে পারি ,  তার জন্য অবশ্যই সম্পূর্ণ বইটি একজন পাঠককে পড়তে হবে । দেরি না করে বইটি সংগ্রহ করে ফেলুন ইন শা আল্লাহ ।

🍁 বই পড়ে আমার অনুভূতি : 

      ______________________

     শর্ট পিডিএফ পড়ে সম্পূর্ণ বইয়ের প্রতি অনভূতি প্রকাশ করা যায় না ! পিডিএফ পড়াকালীন বারবার বইটা সম্পূর্ণ পড়ার তীব্র ইচ্ছা জাগ্রত হয় । যা কেবল সম্পূর্ণ বইটি পড়তে পারলেই মনের ইচ্ছা টা পূর্ণ হবে । বইটি অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় লিখা । পাঠকের কাছে বইটি একটি কার্যকরী দিকনির্দেশনা হিসাবে গাইডলাইন হবে । ইন শা আল্লাহ । 

শর্ট পিডিএফ পরে বুঝতে পারলাম ' প্রোডাক্টিভ রামাদান ' বইটি রামাদানের গতানুগতিক বইগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন । 

রামাদানে আমরা অনেক সময়ই নানা রকম সমস্যার মুখোমুখি হই । যেমন :- 

📌 টাইম মেনেজমেন্টে সমস্যা ,

📌 খাওয়া - দাওয়া স্বাস্থ্যকর অভ্যাস মানি না ,

📌 শারীরিক পরিশ্রম কম হয় ,

📌ব্যয়াম করা হয় না , 

📌ঘুমের রুটিন ঠিক থাকে না  ইত্যাদি ।

রামাদানের দৈনন্দিন রুটিন অনুসরণ করতে পারি না । ফলে আমরা রামাদানের ফযীলত , নেকী অর্জন করতে ব্যর্থ হই । 

 ' প্রোডাক্টিভ রামাদান ' বইটিতে  এসকল সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার পথ বাতলে দিয়া হয়েছে । ইন শা আল্লাহ । 

🍁 যে কারণে বইটি রামাদানের প্রস্তুতির জন্যে উপকারী হবে : 

     ________________________

    শর্ট পিডিএফ পড়ে আমার মনে হয়েছে বইটি রামাদানের প্রস্তুতির জন্য উপকারী । কারণ গুলো হলো : 

১. রামাদানে একজন মুসলিমের করণীয় - বর্জনীয় বিষয়গুলো বইটিতে আলোকপাত করা হয়েছে ,

২. টাইম মেনেজমেন্ট যা খুবই প্রয়োজনীয় রামাদানের দিনগুলিতে ,

৩. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এর দিকনির্দেশনা রয়েছে , 

৪. ফিটনেস ধরে রাখার উপায় সমূহ বর্ণনা করা হয়েছে ,

৫. রামাদানের পরেও কিভাবে কুরআনের সাথে সম্পর্ক বজায় রাখা যায় সেইসকল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বইয়ে । 

৬. রামাদানের আত্মপর্যালোচনা ।

🍁 রমাদানের লক্ষ্য ও  মুহাসাবা সম্পর্কে যা জানতে পেরেছি : 

     _________________________

    ' প্রোডাক্টিভ রামাদান ' বইটিতে লেখকবৃন্দ ' মুহাসাবা ' বলতে আত্মপর্যালোচনা করাকে বুঝিয়েছেন ।   নিজের কাজের হিসাব নিজে নিজে করা যা দৈনিক আমাদের প্রত্যেকের করা উচিৎ । মাসব্যাপী যেনো আমাদের আমলে ভাটা না পরে সেইজন্যে আমাদের  উচিৎ রামাদানের প্রতিটি দিনই নিজের হিসাব নেওয়া ।  

যেমন : রমজানের প্রথম দিনের মুহাসাবা হবে এমন ; 

✅ সিয়াম রাখার জন্য নিজের নিয়ত বিশুদ্ধ করা । শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখা । 

✅ সেহরীতে উঠার জন্য অনেকগুলো অ্যালার্ম সেট করা । সেহরী খাওয়া সুন্নাহ তা যেনো মিস না হয় কোনোভাবে । 

✅  প্রতিদিন কুরআন তিলাওয়াত এর জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা । 

এভাবে আমাদের রামাদানের প্রতিটি দিন আত্মপর্যালোচনার মধ্যে নিতে হবে । ইন শা আল্লাহ ।

কোনোভাবেই যেনো আমরা রামাদানের লক্ষ্যগুলো অর্জন করা থেকে পিছিয়ে না যায় , অলসতা না আসে আমাদের আগামী রামাদানে আল্লাহ তায়ালা    তৌফিক দান করুক । আমিন ।

🍁 যাদের জন্য বইটি : 

      ________________

      একজন মুসলিম হিসাবে প্রত্যেকের ' প্রোডাক্টিভ রামাদান ' বইটি পড়া উচিত । কেননা রামাদানের গুরুত্ব অপরিসীম যা কেও জানে না আল্লাহ তায়ালা জানেন শুধু তিনি এর প্রতিদান দান করবেন আখিরাতের দিন সেই বিচার দিবসে । আল্লাহ আমাদের কবুল করুন সেই তৌফিক দান করুন । আমিন । 

______________________________________________________________


যখন বই টির পি ডিএফ পাবো আপ্লোড দিব ইনশাল্লাহ

নিচে এই বই টির ডাউনলোড করার দুইটি লিঙ্ক আছে এবং প্রিভিউ লিঙ্ক ও আছে

কোনো সমস্যা হলে আমাকে বলবেন নিচে আমার ফেসবুক আইডি এর লিঙ্ক দেওয়া আছে.. যদি কোনো ভুল হয় ভুলের জন্য ক্ষমা করবেন